বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ২২ নভেম্বর ২০২৪ ২০ : ৪৭Debosmita Mondal
বাপি মণ্ডল: রাত পোহালেই রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। গণনা হবে হাড়োয়া, নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা, সিতাই ও মাদারিহাটে। ছয় বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হলেও গোটা বাংলার নজর আটকে রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটির ফলাফলের দিকে। বাংলায় প্রথমবার বামেরা নকশালদের সঙ্গে জোট করে সেখানে ভোটের ময়দানে লড়াই করেছে। তাই, নৈহাটির ফলাফল কী হয়, সেদিকেই গোটা বাংলার নজর থাকছে।
সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে রাজ্যের ছয় জন বিধায়ক সাংসদ নির্বাচিত হয়েছেন। তার মধ্যে পাঁচ জন তৃণমূলের বিধায়ক রয়েছেন। রয়েছেন বিজেপিরও এক বিধায়ক। সাংসদ হিসেবে শপথ গ্রহণের আগে ছ'জনকেই বিধায়ক পথ থেকে ইস্তফা দিতে হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সম্প্রতি বিধায়কশূন্য ওই ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন করে। গত ১৩ নভেম্বর ছিল ছয় কেন্দ্রের ভোটগ্রহণ। তার মধ্যে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি কেন্দ্র রয়েছে।
নৈহাটি বিধানসভা কেন্দ্রে পার্থ ভৌমিকের ছেড়ে যাওয়া আসনে তৃণমূল প্রার্থী সনৎ দে উপনির্বাচনে ব্যাপক প্রচার করেছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হল বামেদের একদা দুর্ভেদ্য ঘাঁটি নৈহাটিতে উপনির্বাচনে সিপিএম কোনও প্রার্থী দেয়নি। ১৯৭৭ সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকেই নৈহাটির রাজনৈতিক ব্যাটন বামেদের দখলে ছিল। বাম সরকারের দাপুটে মন্ত্রী রঞ্জিত কুন্ডু নৈহাটি থেকে পরপর তিনবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই বামেরা তাদের খাসতালুকে এবার উপযুক্ত প্রার্থীই খুঁজে পায়নি। তারা আসনটি সিপিআই (এমএল) লিবারেশনকে ছেড়ে দিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে বামেদের সঙ্গে নকশালদের জোট থাকলেও বাংলায় এতদিন তা অধরা মাধুরী হয়েছিল। উপনির্বাচন থেকে লিবারেশন রাজ্যে প্রথমবার বাম জোটের অন্তর্ভুক্ত হল। লিবারেশনের প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার। 'কংশাল' ছুঁৎমার্গ ছেড়ে বাম কর্মী-সমর্থকেরা লিবারেশন প্রার্থীর হয়ে এবার বিস্তর ঘাম ঝরিয়েছেন। বিজেপি ও কংগ্রেস প্রার্থীরা আলাদা করে লড়াই করেছেন। নির্বাচনী পরিসংখ্যান বলছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক ১৮ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছিলেন। লোকসভা নির্বাচনে তৃণমূলের লিড ছিল ১৫ হাজারেরও বেশি। স্বাভাবিকভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শহরে জয়ের ব্যাপারে তৃণমূল বেশ আশাবাদী হয়ে উঠেছে। কিন্তু বাম ভোট কি অতি বাম লিবারেশনের প্রার্থীর পক্ষে গিয়েছে? শনিবার ইভিএম খুললেই তা জানা যাবে। ওয়াকিবহাল মহলের মতে, বাম জোটের প্রার্থী হিসেবে লড়াই করলেও লিবারেশন উপনির্বাচনে তেমন দাগ কাটতে পারবেন না। পদ্ম শিবিরও উপ নির্বাচনে দাগ কাটতে পারবে না।
নৈহাটি স্টেডিয়ামে ভোট গণনা হবে। মোট ১ লক্ষ ৯৩ হাজার ভোটার রয়েছেন। তার মধ্যে ভোট দিয়েছেন এক লক্ষ ২২ হাজার। ২১টি টেবিলে ভোট গণনা হবে। মোট ১০ রাউন্ড গণনা হবে।
হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে হাড়োয়া পীর গোরাচাঁদ উচ্চ বিদ্যালয়ে। মোট ১৪ রাউন্ড ভোট গণনা হবে। সেখানে ২০টি গণনা টেবিল করা হয়েছে। মোট ২৪০ জন গণনা কর্মী থাকছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, 'ভোটগ্রহণ থেকে গণনার দিন পর্যন্ত স্ট্রংরুমে সমস্ত ইভিএম ২৪ ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারিতে রাখা হয়েছে। শনিবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর ইভিএমের ভোট গণনা হবে। পর্যবেক্ষকরা চাইলে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট মিলিয়ে দেখবেন। গণনা কেন্দ্রের ভিতরে কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।'
#By Poll#By election 2024
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
গঙ্গাসাগর মেলার জন্য বড় উদ্যোগ পরিবহন দপ্তরের, চলবে অতিরিক্ত বাস, লঞ্চ...
চা বাগানে হাতির তাণ্ডব,কাজ বন্ধ করে পালালেন শ্রমিকরা...
অবৈধভাবে টোটো তৈরি বন্ধ করা হবে, জানালেন পরিবহন মন্ত্রী ...
কোচবিহারের খুদেদের কোচিং দিতে আসবেন, আশ্বাস প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাতিলের...
বাম নেতৃত্বের ‘গুন্ডামি’, অশিক্ষক কর্মীকে স্কুলের সামনে কান ধরতে বাধ্য করানোর অভিযোগ ...
আচমকাই গ্যাস বেলুন সিলিন্ডার ফাটল মেলায়, মৃত্যু এক মহিলার, পা উড়ে গেল বেলুন বিক্রেতার...
সততার অনন্য নজির, লক্ষাধিক টাকার গয়েনা ভর্তি ব্যাগ ফেরালেন গরিব টোটো চালক...
সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে ভারতকে বাধার অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে ...
শীতের আমেজে দিঘায় শুরু মিষ্টি উৎসব, স্টলে স্টলে উপচে পড়া ভিড়, কী দাবি তুললেন ব্য়বসায়ীরা? ...
মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর চালু নলগোড়া ও ধোসাহাট সেতু, স্বস্তিতে স্থানীয়রা ...
পুরুলিয়ায় পুলিশ কন্যা হত্যার কিনারা, গ্রেপ্তার ১...
কী অবস্থায় রাজ্যের পরিবহন? দেখতে পথে পরিবহনমন্ত্রী ...
বাংলাদেশ থেকে ছাড়া পাওয়া মৎস্যজীবীদের আর্থিক সহায়তা, 'দিদি'র প্রতি কৃতজ্ঞ মৎস্যজীবীরা...
জলা বুজিয়ে পাঁচিল! বন্ধ নিকাশি, জলযন্ত্রণায় ক্ষিপ্ত প্রায় আড়াইশো পরিবার...
শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...